একটা অপেক্ষার প্রান্তে
মৌমিতা মিত্র
রাত বড়ো হলে টেবিলের ওপর জীবনের
অনেকটা অংশ স্থির হয়ে থাকে ---
কাঁটা চামচ, নষ্ট পাতা, পেনসিলের ভাঙা শিস
সব মিলেমিশে ফেলে আসা সময়
ধুলো আর রূপকথার গল্পের সাথে জমা হয়
অপেক্ষা একটা থাকেই ---
ক্লান্ত হাতে ধুলো মেখে
ফিরে যাওয়ার অপেক্ষা
খেই হারানো কথারা সেখানে জল মাটি পায়
কোন এককালের বুড়ি ছুঁয়ে থাকা
নৌকার পালের হলুদ কাপড়ে
জীবাশ্মের মতো একটা জীবন
আমাদের ফিরে আসার অপেক্ষায় স্থির হয়ে থাকে
সুন্দর
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন