বিমূর্ত 
শান্তনু রায়চৌধুরী 

আধেক আকাশ আঁকার সেই মেঘলা টিউশানি
সদ্যঘুমভাঙা রুল পেন্সিল দেখেছিলো আধো আলোর প্রভাত
উঠোনময় ফুটেছিলো বিনম্র সন্ধ্যামনি
জামরুল ডালে শিস দিচ্ছিলো এ্যাকটা কথাবলা লেজঝোলা জলপ্রপাত

যুবতী বধুটির আটপৌঢ়ে গল্পের হাঁইতোলা পদ্মপুকুরে
এ্যাকবুক নেমে স্বপ্ন সয়ং দেখেছিলো জল কেউটে
ঘুমের ভেতর লাইভ দেখেছে গর্ভবতী  সাপিনীর ঠান্ডা শরীরে 
অর্ধনারীশ্বর শিউলিরা ছিলো ফুটে

অল্প আলোর স্বপ্নে বিনি পয়সায় কেনা ঘুড়িটা
উড়িয়ে দিতেই আমিও মেঘ
সিড়িভাঙা অঙ্কে কষে ফেলি দারুণ সান্নাটা
আহা সবে তো ১ম পেগ

নেশার ভেতর হাঁটতে হাঁটতে দেখি
বৃদ্ধ অশত্থের প্রসারিত হাতে
উড়ে এসে জুড়ে বসেছে গান জানা পাখি
মনগড়া ছোঁয়াচে কবিতাতে

এ্যাকটা অসতর্ক কথা
ফুটেছিলো ঝোঁপে
সুগন্ধি নীরবতা 

প্রতিশ্রুতিময় শব্দ সংগ্রহ
আর অগ্নিবায়ু জলমাটি শূন্যতা মিশিয়ে 
আঁকতে চেয়েছি অতৃপ্ত কবিতার বিগ্রহ

শেষমেশ সব আনন্দ মাটি
নিরন্ন আঙুলের আলতো চাপে
গড়ে তুলি মৃণ্ময়ী মায়ের বিষন্ন মুখটি

Post a Comment

নবীনতর পূর্বতন