বিষ্ণু চক্রবর্তী
উটের ছায়ার ভিতর গোপন জলাধার
আছে,
আরও আছে নির্দিষ্ট মাছরাঙা।
অথচ নীল লতা জড়িয়ে বহুদিন
পরাজিত বেদুইন প্রাণ
পিছনে পায়ের চিহ্ন নেই
শুকনো ক্ষতস্থান।
নতুন নক্ষত্রের নামমাত্র আলো
এইমাত্র পৌঁছাল এসে
ভালোবেসে।
বিষ্ণু চক্রবর্তী
উটের ছায়ার ভিতর গোপন জলাধার
আছে,
আরও আছে নির্দিষ্ট মাছরাঙা।
অথচ নীল লতা জড়িয়ে বহুদিন
পরাজিত বেদুইন প্রাণ
পিছনে পায়ের চিহ্ন নেই
শুকনো ক্ষতস্থান।
নতুন নক্ষত্রের নামমাত্র আলো
এইমাত্র পৌঁছাল এসে
ভালোবেসে।
একটি মন্তব্য পোস্ট করুন