আমিনুল ইসলাম
১
যদিও মনে হওয়া
১আধ আনা খুচরো খেয়াল
দমকা হাওয়ায় এলোমেলো
ঘুমন্ত বরফের প্রতিমা
রাখেন মাথায় হাত!
এসব নিছক প্রায়োজিত বিজ্ঞাপন নয়
বিনোদন কিমবা প্রচারের
আলোয় ফুলে ওঠা শরীরের
দীর্ঘ জরিপ...
২
তোমার মনে যা নিছকই ছবি
আসলে তা অন্যের কাছে
অনেককিছুই হতে পারে
এই যে, শাখা প্রশাখায়
ফুটে উঠছে সম্ভাবনার অলঙ্কার
এগুলো ফুলের মতোই
যা তোমার হাতে মূর্চ্ছা যায়...
৩
এসব অলঙ্কার নয়
মুদ্রায় স্ফীত হয় তোমার বুক
নিরিবিলি চোখের দহন
নদীনালা খানাখন্দভরা
বুকেই শিবমনি বাজিয়ে দিলেন
১সেকেন্ডে ড্রামের ৩২টি স্ট্রোক
৪
অনেকেই বলবেন ১০ হাত
কারো হয়!
মূর্তি হলেই সম্ভব
আমার মায়েরও ১০ হাত
আসলে সব হাত দৃশ্যত
দুচোখে দেখা যায় না...
৫
তৃতীয় নয়ন ~ অথই জলাধার
আধার নেই
নিরাকার ভালোবাসা
বিসর্জনে শুকিয়ে কাঠ
যা মরুভূমির বুকে প্রখর -
তাকিয়েছিলো...
একটি মন্তব্য পোস্ট করুন