খুচরো পাপ

আমিনুল ইসলাম


যদিও মনে হওয়া
১আধ আনা খুচরো খেয়াল
দমকা হাওয়ায় এলোমেলো

ঘুমন্ত বরফের প্রতিমা
রাখেন মাথায় হাত!

এসব নিছক প্রায়োজিত বিজ্ঞাপন নয়
বিনোদন কিমবা প্রচারের
আলোয় ফুলে ওঠা শরীরের
দীর্ঘ জরিপ...


তোমার মনে যা নিছকই ছবি
আসলে তা অন্যের কাছে
অনেককিছুই হতে পারে

এই যে,   শাখা প্রশাখায়
ফুটে উঠছে সম্ভাবনার অলঙ্কার
এগুলো ফুলের মতোই

যা তোমার হাতে মূর্চ্ছা যায়...


এসব অলঙ্কার নয়
মুদ্রায় স্ফীত হয় তোমার বুক

নিরিবিলি চোখের দহন

নদীনালা খানাখন্দভরা
বুকেই শিবমনি বাজিয়ে দিলেন
১সেকেন্ডে ড্রামের ৩২টি স্ট্রোক


অনেকেই বলবেন ১০ হাত
কারো হয়!
মূর্তি হলেই সম্ভব

আমার মায়েরও ১০ হাত
আসলে সব হাত দৃশ্যত
দুচোখে দেখা যায় না...


তৃতীয় নয়ন ~ অথই জলাধার
আধার নেই

নিরাকার ভালোবাসা
বিসর্জনে শুকিয়ে কাঠ
যা মরুভূমির বুকে প্রখর -

তাকিয়েছিলো...  

Post a Comment

নবীনতর পূর্বতন