ডিম

আলোক মণ্ডল


সেলোটেপ দিয়ে দেওয়ালে টাঙানো  মুরগির ডিমের খোলার সঙ্গে টিকটিকির আপাত কোন সম্পর্ক নেই 

যেমন নিজস্বতার সঙ্গে স্ব-অধীনতার সম্পর্ক আছে কি না, সংশয়াতীত নয়। 


একমাত্র সময়ই বলতে পারে।


সময় কোন ব্যক্তি নয়,    ব্যক্তির মগজে রেশনালিটির ডিম। 

ডিমই গুরুত্বপূর্ণ আই-ভি ইনফার্টিলিটির বিচারে। 


স্থান কাল পাত্রের আপেক্ষিকতায় সময় কিন্তু বলে দেয়

অ্যাবসলিউট স্বাধীনতা ঘোড়ার ডিম,

ভেতরটা ফাঁপা, টিকটিকিকে বিভ্রান্ত  করার মতোই!

Post a Comment

নবীনতর পূর্বতন