ডাইরির ভাজে পাওয়া দুটি ঠিকানা

রুবি রায়


দুই কর্ণিয়া জলে থিঁতিয়ে আছে

৪ মুঠো স্মৃতি বালি ।


সূর্য মন্ত্রের পাশ দিয়ে শরীর হেঁটে যায়

মাইনাস ফাইভ পয়েন্ট সামথিং কাঁচ এঁটে।

কোয়ারেনটাইন মন , সংসার গোছাতে ব্যস্ত

স্টেশনের ওপারে । কোলকাতা - ৭০০১৩১ ।


বিদ্যাসাগরকে জোর করে বাড়ি বাড়ি ঢুকিয়ে - এক্সিট হওয়ার পর ! আমার আশারা ...

ম্যানিকিওর করে , সাঁচীস্তূপ আর লালকেল্লা ছুঁতে ।


পাকস্থলির দীর্ঘশ্বাসে বেশ কিছুটা CO2

পরিবেশে বেড়ে যায় ।


শান্ত পি.এল জানান দেয় , গ্ল্যামারেস চাঁদ !

কালসিটে দাগ নিয়ে সুকান্ত দাদার রান্নাঘর

থেকে ম্যারাথন দমে আমার কাছে --

আটা চাইতে আসে ।


অপেক্ষার নাভীতে হলুদ রং ধরেছে পোস্ট :- কোড়া চন্ডীগড় ।


রাধার কাধে মাথা

রুবি রায়


একটা হলুদ মায়াবী জিরো -- রাতের আসল রং

বদলানোর মিথ্যা চেষ্টা |


আমার রাত তিন মাত্রা সহযোগে উন্নত |


তারা আমায় বোকাচোদা ভেবে টন টন

স্বপ্ন দেয় , জাগায় ......


কিন্তু সবার অলক্ষ্যে ,আমি ব্রাহ্মীশাক খাই |


চুলের জটে যে তেজ লোড রেখেছি

তা একদিন শিব প্রজাতিকে


নপুংসক করে দেবে |


ঐকিক নিয়মের সেকেন্ড স্টেপে বসে

উল্টো দিকে ৬০° আঁকায় ব্যাতিব্যস্ত আমি ,


কোনো মুখ শুদ্ধির প্রবেশ নিষেধ |


তিলে পড়ে যাওয়া চিন্তা ধারাকে

একটা আয়না দিয়েছি |


বরাবরই অভিজ্ঞতার ভুঁড়ি বড় |


                                       দেখতে দেখতে --


বেয়ে ওঠা অ্যালামন্ডার গায়ে হলুদ হয়ে গেল |


আমি মিশ্র ভগ্নাংশে জপ করছি


                                        রাধে রাধে |



কালো হেডলাইন 

রুবি রায়


মেনস্ট্রুয়েশন কাপের অজানা ভবিষ্যৎগুলো

আজ আমার চোখে চোখ রাখে |


ভালোবাসার ট্যাগ লাইনে -- প্রতিসরণের ছায়া |


ক্ষমতায় উঠে আসে বিরূপাক্ষের রাজবংশের নাম |

  বির্যাসিক্ত মন !

এবার তো বাসি কাপড় ছাড়া দরকার |


বিশেষণের শয্যায় একক থাকা অবস্থায়

যে মশাগুলো আমার রক্ত চুষে নেয় ....

  ওদের কিছু বলিনা |


দেওয়ালে কতগুলো উকিল ছোটাছুটি করে |


ভরদ্বাজ গোত্রের মঙ্গলসূত্র থেকে চুঁইয়ে পড়ে

আগামী দিনের রেসিপি |


                               একই আকাশে চাঁদ-সূর্য দৃশ্যমান |

                              বারান্দায় পড়ে আছে কালো হেডলাইন |

Post a Comment

নবীনতর পূর্বতন