নীলান্ধ রয়

মায়িশা তাসনিম ইসলাম


কষ্টগহবরে নীল ধুলোবালি দিশেহারা 

বিষয়টা নয় বর্ণান্ধতার

শুধু আততায়ী পিপাসা বাজায় পিয়ানো

যার আওয়াজে হাত ওঠে বুদ্ধের


যৌবনের উষ্ণ ইবাদতে সঞ্চয়ী একক শীতের নরম রচনা...


আলঝাইমার্স, এদেশে কোনো গণতন্ত্র নেই

দাগ চারপাশে ভিখারি আহাজারি


দহনের সাথে ছায়া লেনদেন, বোবা নাকফুল চিনে ফেলে যৌন পদার্থ

হাতের অষ্টধাতু থেকে বিয়োগফলে চুম্বক-বুক!

প্রণয়িনী তখন নিশ্চুপ হয়ে যাওয়া স্বৈরশাসনের রাষ্ট্র

অন্ন, বস্ত্র, বাসস্থানসহ এক ভরপেট ভিখারিনী

Post a Comment

নবীনতর পূর্বতন