
ছুটকি কবিতা
বর্ণজিৎ বর্মন
সব পিপড়ে জানে চিনির রহস্য গর্ভ
ক্লান্ত ছয়মাস দুপুর খুজে কোথায়
গ্রহণ ছায়া ফেলে
একটু জিরিয়ে নেবে
অতিথির মঞ্চে ভাষণ দেবার আগে
শিকে ছিঁড়ে গেছে গোলাপের
ছাদ তাই ভয়ে ভয়ে
ফাঁকা
জ্যোস্নাও রঙ বদলাল অবশেষে
ফরেন পলিসি
বর্ণজিৎ বর্মন
অন্ধ হাতির পিঠে হাত দিয়ে অনুভব করে হাতিটি
বিশাল আকারের
দ্বিতীয় অন্ধ হাতির কান ছুঁয়ে চেঁচায় গণতন্ত্র কুলোর মতো ,
একটু ভেঙে দিয়ে যাই ।
তৃতীয় অন্ধ হাতির পা হাতরিয়ে বলে
গণতন্ত্র স্তম্ভের মতো
সবাই কি ঠিক বললে ।
হ্যাঁ ঠিক , এভাবেই তো হাঁটত
গণতন্ত্র,
আমরা দেখি ,ঝম ঝম বৃষ্টি, কুয়াশার ভিড়ে
গণতন্ত্র, ফরেন পলিসি
সব অস্পষ্ট ।
কোথায় যেন কোণটা হারিয়ে যায়
ব্যালেন্স অফ পাওয়ার , জাতীয় স্বার্থ -
আলের ঢেকি শাখ তুলতে তুলতে
অনেকে বোঝার চেষ্টা করে
কিন্তু ...
একটি মন্তব্য পোস্ট করুন