আড্ডা গল্প ও গুজব 

শান্তনু রায়চৌধুরী


আমন্ত্রণপত্র ঠোঁটে অতিথি পরায়ণ ডানাভাঙা চড়ুই পাখিরা হবু 

কবিতায় নেমে এসে আধো আধো আলো খুঁটে খেতে খেতে 

মুখ তুলে বলল আসন্ন বিকেলে আড্ডা জমবে খুব 

বন্ধুরা চলে এসো সবান্ধবে খুশবুদার কথার আশ্চর্য স্বাদটুকু নিতে 


তুমুল আড্ডায় যোগ দিতে তাই সেলাই করছিলাম 

নিজেরই ছেঁড়া ময়লা মূক ও বধির ছায়াটি ঠিক তখনই ডান পা খোঁড়া শালিকটা এসে বসলো বাম কাঁধে 

আর ঠোঁট কাটা কাকটাও নিম ডালে বসে নাড়তে শুরু করল কলকাঠি 


সদ্য প্রস্ফুটিত শব্দগুলোর ঘ্রানে ঘুমিয়ে পড়ার পর 

যে স্বপ্নটা একটা দারুচিনি দ্বীপের গল্প বলেছিল মুখ আঁধারি সাঁঝে 

তার সাথে দেখা হয়েছিল নির্বিকল্প সমাধিতে 

মালতির ভুল বানানে লেখা হাতচিঠির ভাঁজে 

আর সেই দিন থেকেই সহজ-সরল জ্যোৎস্নায়

ভিজলেই একটা রাধাচূড়া গাছ হয়ে জন্মাই 

জনৈক আধাকবির মুখচোরা আপনভোলা কবিতায় 


অনুষ্ঠিত স্বপ্নটির দর্শক আসনে বসে একনিষ্ঠ কাকটা 

যখন মাথা চুলকে জিজ্ঞাসা করলো তাহলে মশাইয়ের থাকা হয় কোথায় আমতা আমতা

করে বললাম কখনো শ্রীমতি শিকদারের দিবাস্বপ্নে আর কখনো পাখিদের কাব্যালোচনায় 


কাকটা ফিসফিস করে কানের কাছে মুখ এনে আওড়ালেন পরী নামানোর আর শব সাধনার মন্ত্র 

আর সন্ধ্যামণি ফুল ফুটলো 

আশমাতারাদের ন্যাড়া নেংটা উঠোনে

Post a Comment

নবীনতর পূর্বতন