সামান‍্য ভুলে
মৌমিতা মিত্র

বেনামী একটা গানের ব‌ই হঠাৎ করেই
হাতে উঠে এসেছিল হিসেবের ভুলে

অনাদরের শব্দ গুমড়ে ওঠায়
রাত দিন এক করে সুর গাঁথা সব মাস্টারমশাই
জামার বোতাম খুলে বুকে হাত দিয়ে দাঁড়ায়
প্রত‍্যেকের হাতের গাছগুলি মৃত ;
তারা জল দিতে ভুলে গিয়েছে

গানের কথা কোনো বিলুপ্ত ভাষার আঙ্গিকে;
এখানে শুধু বিপরীতগামীতাই ভারপ্রাপ্ত

অসংলগ্ন কয়েকটা শরীর
বিশেষ বৈশিষ্ট্যগুলো হারিয়ে
দরজার আগল খুলে ফেলেছে
ক্ষয়প্রাপ্ত কথাগুলো তাই কাছে সরে এলেও
মস্তিষ্ক আজ মৃত;

কথারা সকলেই জানে
আর কোনো গন্তব্য আসবে না বেঁচে থাকাকালীন।

Post a Comment

নবীনতর পূর্বতন