অপার্থিব রোষ
এবাদুল হক
বাসনারা কাছে এস,বসো একটুক্ষণ
বাতাস লেবুর গন্ধ মেখে বেরিয়েছে নগর ভ্রমণে
যদি জোটে ধনপতি, সরেস খদ্দের, অপ্রসর রুমালের সুগন্ধি আশ্রয়ে
কাটে তার সান্ধ্যকাল আর কোন অপরিচিত রাত্রির ভোজনে
আর এক উজ্জ্বল বাতাস বেরিয়ে আসে হাসপাতাল থেকে
নার্সের শিরিঞ্জ ভেঙে ডেটলের গন্ধে ভরপুর
বিকেলের রেস্টুরেন্টে সঙ্গ চায় ভুলে যাওয়া অতীত সঙ্গীর
একান্ত আপন মনে ফিরে আসে দূররৌদ্রে ডুবন্ত দুপুর।
বাসনারা কাছে এস,দুজনেই আমাকে বিস্তর
দিয়েছে অতৃপ্ত সুখ চোখ মেলে অনন্ত সত্বর
চলে গেছে স্মিত হেসে আমি বসে ক্লান্তির কিনারে
কোটের পকেট থেকে বের করে কামুক খরগোশ
ছেড়ে দিই জনারণ্যে শতচ্ছিন্ন হৃদয়ের ঘাসে
সরোদের প্রগাঢ় মন্থনে যেন বেজে ওঠে অপার্থিব রোষ।
একটি মন্তব্য পোস্ট করুন