আজ সূর্যাস্ত বিকেল ৫:৫২ গতে
অভিজিৎ পালচৌধুরী

রোজ এই সময়টা আমরা নদীর ধারে আসি। নদীর পাড়ে ঘাসে বসে দিনমানের দেখা-না দেখা ছবিগুলোর ভেতর চা-বিস্কুট খাই । নদী বয়ে যায় সেই দেখা-না দেখার সমান্তরালে চলমান জীবন হয়ে । হঠাৎ মনে হয় নদীর শান্ত স্রোতের ভেতর থেকে একটা দীর্ঘ রানওয়ে উঠে আসছে যার শুরু শেষ গোচর হয় না। আর সেই রানওয়ের ওপর নেমে আসছে একের পর এক সীগালের মত এরোপ্লেন । নামছে, উড়ে যাচ্ছে। আমি যেন এটিসি টাওয়ারে বসা নেভিগেটর । চোখের মনিটরে চোখ রেখে সব ওঠা নামার নিয়ন্ত্রক হয়েছি। প্লেন থেকে নামছে উঠছে জলের মত মানুষ - জল মানুষ। তাদের মুখ সব এক। একই এজেন্ডা - বাঁচার । এর মধ্যে এক বেওয়ারিশ প্লেন কোত্থেকে এসে তোমার আঁচল সরে যাওয়া মসৃণ ক্লিভেজকে রানওয়ে ভেবে নামতে চাইলে আমি তার অভিমুখ ঘুরিয়ে নদীর বুকে নামালাম।
প্লেনটি ক্র্যাশ ল্যান্ড করতেই তোমার চোখের পাতা কেঁপে উঠল। আর বিষাদের ছাই ছড়িয়ে সূ্র্য ডুবতে লাগল তোমার চোখের পাতায় ...

আজ সূর্যাস্ত বিকেল ৫:৫২ গতে ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন