অন্ধকারের বর্ণবোধ

আমিনুল ইসলাম


যখন সুরের ছায়ায়

হাঁটতে হাঁটতে

নরম হয়ে উঠলো

মাখন

জানালা অবাক

হয়ে তাকিয়েছিলো!


শিমুল তুলোর

শুভ্রতায় ১অসম্ভব

সত্যের লুকোচুরি...


গিটারে প্রাণ উপুড় করে

নামতা পড়ছিলেন

         ঈশ্বর!

যখন-

গৃহকোণে স্বরবর্ণের

জলছাদ

আর

গন্ধরাজের কার্ণিশে

অন্তরঙ্গ বাতাস!


দক্ষিণের সৌজন্যে-

উত্তর আবাসনে

ফুটেছিলো

অন্ধকারের বর্ণবোধ!


কিছুটা উঠোন

হামাগুড়ি দিয়ে

হাত ধরেছিলো রোদের...


এবং

জানালা চোখ ফেরালেই

কঠোর হয়ে উঠেছিলো

দৃশ্যের প্রোটোকল...


Post a Comment

নবীনতর পূর্বতন