ছক
তিতাস বন্দ্যোপাধ্যায়

সংসারের সঙ্গে আমার সাপেনেউল সম্পর্ক!
ওর গোপন জ্বরেই ডুবে গেছে বাবার প্রথম প্রেমিকা,
মায়ের পুতুলখেলা!
দাদুর চকচকে বাদামি রঙ লাঠিটাও
সংসারের নুইয়ে যাওয়া মাথা ঠেকা দিতে কাজে লেগে গেছে!
ঠাকুমার ঘুমচোখে,আমচুরের শিশিতে দশটা নগণ্য পোকা
আণবিক লোভে ছটফট করতে করতে
উধাও হয়ে গেছে কৌশিকী অমাবস্যায়!
আর
সেসব খুঁজতে গিয়েই
বেড়ে চলেছে স্নেহের বিতৃষ্ণা।

Post a Comment

নবীনতর পূর্বতন