
স্বপ্ন
সন্তোষ দাস
কোদালের বাঁটের নামগন্ধগুলো ক্রমশ লেপ্টে যাচ্ছে
কম্পিউটার-কীবোর্ডের আগাপাশতলায়
চোদ্দগুষ্টি প্রদত্ত মেঠো গল্পগুজব OLX-এ বেচে
EMI-এ কিনেছি কর্পোরেট ভবিষ্যৎ
কোদালের হাতবদলের সাথে সাথে হাতেরও কাজবদল ঘটেছে।
এখন আর মাঠে মাঠে ঘুরে বেড়াতে হয় না
মনিটরে প্রকৃতি দেখা যায়, এ.সি.-তে ঠান্ডি
অবসর পেলে ভাবি শুধু সেই বন্ধুর কথা
যিনি সস্তামার্কেট থেকে হাতে তুলে নিয়েছেন আমার সেকেন্ডহ্যান্ড কোদাল
নির্দ্ধিধায় কিছু প্রয়োজনীয় ফসল ফলাবেন বলে !
একটি মন্তব্য পোস্ট করুন