বলয়গ্রাস ১৫ 
মায়িশা তাসনিম ইসলাম

প্রিয়তমা অন্ধকার
ভিন্ন রিপুদ্বয়, উট জবাইয়ে হাসে উটপিঠের জল
যতটা প্রিয় 'শ্রাবস্তীর মত মুখ', বেশি প্রিয় 'লাশকাটা ঘর'

আধুনিক গবেষক বয়ান, 'সিভিয়ার বাইপোলার ডিজঅর্ডার'
কবিতার ভারী উত্তর, "পৃথক, তবু ঘনিষ্ঠ দুঃখবাদ"

সমগ্রধ্যানে, হাজার বছর ধরে নির্জন সাক্ষর প্ল্যানচেট
বিনয়ের অ্যাশট্রে ধরে সাধবো কি দু একটা বেনসন সিগারেট? 

প্রিয়তমা অন্ধকার
তোমার মুখের সব মোহ- গ্রীবা ছুঁয়ে বসে পড়ে অশ্বত্থ পায়ের গ্রীবায়
কবিকে পেলে আজ বলে দিতুম, শালার মাথাটাই একটা লাশকাটা ঘর

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন