লকডাউন যাপন
রবীন বসু
তোমাকে সান্ত্বনা দিতে আসিনি আমি
তোমাকে ত্রাণ দিতে আসিনি
তোমার দুঃখের চালে যে বিধ্বস্ত কাক
নির্বিকার বসে আছে
আমি তাকে দেখতেও আসিনি ;
শহুরে ভদ্রতা নিয়ে চুপি চুপি আড়ি পাতি
তোমার অভাবের দাওয়ায় পা-মুড়ে বসি
মুখে হাসি রাখি, গলার স্বরে আদ্রতা
কুশলবিনিময়ের ফাঁকে তোমার ছবি তুলি।
তুমি ভাবো, বাবুলোক দয়াবান
সরকারের ঘরে পৌঁছে দেবে তোমাদের
ওড়া চাল, লোনা জলে ডুবে-যাওয়া ধানক্ষেত,
তছনছ সংসারের ভাঙাকথা। তুমি স্বপ্ন দেখে
অপেক্ষা করো, সরকারি সাহায্য আসবে!
তুমি বোকা, ঘোরতর বোকা
তুমি জানলে না আমার তোলা তোমার সেই ছবি
আমি চ্যানেলে দিয়েছি, নিউজ পেপারে দিয়েছি।
আর বিনিময় মূল্যে দু'বোতল স্কচ আর
আর্সালান থেকে রেশমিকাবাব নিয়ে বাড়ি ফিরছি
বউয়ের সঙ্গে লকডাউন যাপন করব বলে!
একটি মন্তব্য পোস্ট করুন