মোহন বাঁশির পথ ধরে 
পৃথা চট্টোপাধ্যায় 

এক নিরালা দুপুরে 
শব্দহীন ছাদের কার্নিশে বসে মধুবন্তী সুখ
                    অসমীকরণের অঙ্ক কষছিল
চিলেকোঠায় ছড়িয়েছিল আলস্য 
তার কোনো অ্যাক্রিলিক রং ছিল না 
                                 জলরংও না
জীবনের ছোট ছোট দুঃখ সুখের 
            ছবি আঁকতে জানত না সে
জানত না  কীভাবে প্রতিটি চলার ছন্দে 
                     বাজে সোহাগি নূপুর   আর 
এক্কা দোক্কা খেলার দিনগুলো  কখনো হারায় না 
সংসার -চাবির গোছা আঁচলে বাঁধতে নেই 
শুধু মোহন বাঁশির পথ ধরে হেঁটে যেতে হয় অবিরল
                           নীলকন্ঠ পাখির খোঁজে

Post a Comment

নবীনতর পূর্বতন