স্বেচ্ছা নির্বাসন
সুদেষ্ণা দত্ত সাহা

প্রতিদিন ভাঙা বাঁধ গড়ে তুলি 
অভিমানী মেঘ ফিরে যায় আশাহত
সাঁকো ভেঙে যায় ধূসর রৌদ্র জলে
প্রতারক পৃথিবীতে স্বরবৃত্ত ছন্দের মতো অন্ধকার নামে
প্রতিবার সঁপে দিই নিজেকে পুড়িয়ে দেওয়া ওমে
প্রতিবার স্রোতের শরীরে জ্যোৎস্না আঁকে মৃত চুম্বন অভিমান 
পরিচিত অসম্ভব পারাবারে
নিস্তব্ধ বাসর জেগে থাকে বাগেশ্রীর দীর্ঘশ্বাসে 
মিলনের শেষে বুক থেকে উড়ে যায় আলোর উৎসব

শুধু মায়াময় জলরেখা আঁকি
ফিরে এসে দেখি একা পড়ে আছে নদীর শ্মশান
রাত্রিশেষে, শরীরের ডিঙা ঠেলে 
ডানাভাঙা প্রজাপতি খুঁজে নেয় স্বেচ্ছা নির্বাসন।

Post a Comment

নবীনতর পূর্বতন