শিরোনামহীন - ১
রথীন বন্দোপাধ্যায়
কবিতা কবিতা কবিতা কবিতা
চিহ্ন অক্ষর লাইন ছবি
লাইন্লাইন্লাইন বই পেপারব্যাক নাকি বোর্ডবাঁধাই
হিসেব হিসেব হিসেব এক ফর্মা নাকি দুই তিন চার
যতদিন মৃদুজীবন অব্যবহৃত মরচে ধরা রাইফেলজীবন
আইফেল টাওয়ার ছুঁয়ে যেতে যেতে বলে যাবে
দুর্বাল
নিকুচি কবিতার
সে যাবৎকাল.........
কবিতা বাড়ি ফিরছে
শেষ বিকেলের প্রায় নিবে আসা একটুকরো আলো
আঁচলে বেঁধে ক্লান্ত
তিন ঘর কাজ সেরে এই মুহুর্তে সে জানে না
সাইক্লোনরাতের শেষে
তার ফিরে আসার কোনও বাড়িই আর থাকবে না
চিহ্নের পর চিহ্ন অক্ষরের পর অক্ষর
কবিতা
তুমি আগে ছন্দে এসো
তারপর,
একটি মন্তব্য পোস্ট করুন