গৌতমবুদ্ধের কভারড্রাইভ
সুশীল হাটুই

জবাগাছের সানগ্লাসটি পরপর ৩ টে
ইনিংসে শূন্য করার পর, আমরা বিষণ্ন। তীব্র
বেহালাধ্বনি ঢেকে দিচ্ছে আমাদের।

তারই মধ্যে অবাক হয়ে দেখছি,
দেয়ালে টাঙানো গৌতমবুদ্ধের ছবিটিতে
১০০০ স্কোয়ারফুট নীরবতা।

এখন গিটারের আফটারসেভ ক্রিজে
নেমেছে। প্রথমে সিঙ্গেল, তারপর ৩ টে চার,
১ টা ছয়।

আমরা হাসছি, হাততালি দিচ্ছি। দেয়ালে
গৌতমবুদ্ধের মুখে ছড়িয়ে পড়ছে, লুম্বিনী
বনের জ্যোৎস্না।

আর এতেই স্পষ্ট হয়ে যাচ্ছে, ক্রিকেট
বুদ্ধদেবের খুব ফেভারিট।

২৫০০ বছর আগে তিনি শ্রমণদের
দুঃখকে কভারড্রাইভ করতে শিখিয়েছিলেন।

যাঁরা শিখেছেন,তাঁরা সবাই ধর্মের ব্রাডম্যান হয়ে
গেছেন।

হিটউইকেটের চেয়ে করুণ সত্যি,
সময়ের ইয়র্কারে বুদ্ধদেব প্যাভিলিয়নে
ফিরে গেছেন অনেকদিন।

তবু এখনো আমরা হীন প্রবৃত্তিগুলোকে
ফুলটস দিয়েই চলেছি।

তারই সাইডএফেক্টে আমাদের স্কোরবোর্ডে
কোনো বোধিবৃক্ষ নেই।

শুধু আছে জরা মৃত্যু আর যন্ত্রণা..

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন