নাড়ি-বিজ্ঞান 
রুদ্র কিংশুক

বাঁকা আমারা ঈড়া,  পিঙ্গলা  গুরজোয়ানি
সুষুম্নায় প্রবহমান খড়িনদীর জল

 মূলাধার থেকে উত্থিত বসন্তবৌরি
 শিবমন্দিরের চূড়ায় উড়ে যায়

মনে হয় এ দেহ আনন্দনগরী
 আমি একটু দূরে বসে এসব দেখি
আর ভাবি জীবন একটা রগড়ের ঠাঁই বটে
 পর্ণকুটিরেও মাঝে মাঝে অতিথি শংকর 
গঞ্জিকা সেবনের অছিলায় ...

দরজায় দাঁড়িয়ে বলে: একটু আগুন হবে ভাই...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন