ঈশান কোনের অ-কবিতা
 কার্তিক ঢক্

জানোই তো ভ্রমরটি ফুল খুঁজবে হন্যে হ'য়ে!
বাগানের নিরবতায় রক্তের এক্স-রে নিয়ে 
কাঁটারা হাইফেন টানবে...

বৃষ্টিমেঘ, বজ্রগর্ভে ধরে রেখেছো
ঈশান কোনের অ-কবিতা! 
ঝর ঝর সেলাইন ধারার আশৈশব অভাবে
রুক্ষ ডালপালা আমি--উপাসনার আঙ্গিক...

ফিরতি শব্দের গল্পকথাটি--
বিনম্র পথে খিড়কির ডোরবেল হাতড়ায় !

অথচ সদর চৌকাঠে ঝম ঝম বাজছে
বর্ষামঙ্গল সেতার।

ভারি পর্দাকে স্লিম্ করে
হালকা সঙ্গত দাও...

Post a Comment

নবীনতর পূর্বতন