ভালোবাসা ও ঈশ্বর
কল্যাণ চট্টোপাধ্যায়
কত তীর্থপথ পেরিয়ে ক্লান্ত ভালোবাসা তুমি আমার কাছে এসেছো
কত তীর্থপথ পেরিয়ে পুণ্য ভালোবাসা
তুমি আমার কাছে এসেছো
এবার আজীবন আমার কাছে থেকে যাও
তোমাকে নিয়ে কিছুটা ঈশ্বর ঈশ্বর খেলি
আমার বাড়ির খিড়কিপুকুর, বিস্তীর্ণ মাঠ ছেড়ে এসেছি বহুকাল
ওখানে একদিন দেখেছি
ভালোবাসার সাথে আলো ও ঈশ্বরের খেলা
আজ আমার হৃদয়ের স্মৃতি মাটি ও আকাশ পেলো
তুমি ভালোবাসা আজীবন আলোর মতো থেকে যাও আমার নতুন বাসায়
মডিউলার কিচেনে তুমি ঈশ্বরের মতো থাকো ভালোবাসা
তুমি আমার কাছে এসেছো
এবার আজীবন আমার কাছে থেকে যাও
তোমাকে নিয়ে কিছুটা ঈশ্বর ঈশ্বর খেলি
আমার বাড়ির খিড়কিপুকুর, বিস্তীর্ণ মাঠ ছেড়ে এসেছি বহুকাল
ওখানে একদিন দেখেছি
ভালোবাসার সাথে আলো ও ঈশ্বরের খেলা
আজ আমার হৃদয়ের স্মৃতি মাটি ও আকাশ পেলো
তুমি ভালোবাসা আজীবন আলোর মতো থেকে যাও আমার নতুন বাসায়
মডিউলার কিচেনে তুমি ঈশ্বরের মতো থাকো ভালোবাসা
নরম , মিষ্টি , নেশার মত
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন