অনুপমকথা
নিখিলকুমার সরকার
সকালের বাঁধানো চাতালে বসে বিকেলের হলুদ আলোয়
অনুপম দাবা খেলছিল, একা ...
কখনো সাদা মাত করছিল কালো অনুপমকে
কখনো কালো সাদা অনুপমকে
বাজিমাত করার পরেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই
নতুন নতুন কল্পব্যুহ , ব্রহ্মাস্ত্র অন্বেষণে ব্রহ্মাণ্ড জুড়ে
প্রি-পেইড গূঢ়পুরুষদের তৎপরতা... তবুও নিত্য সংশয়
সর্বক্ষণ রাজ্যপাট হারানোর ভয়, যুযুধান দুই শিবিরেই...
বিকেল পরিক্রমায় আমি অনুপমের চাতালে পৌঁছোতেই
খেলা ছেড়ে সে উঠে দাঁড়াল, বিপন্ন উচ্ছ্বাসে
আমার দুহাত জড়িয়ে ধরে বলল, তুই এসে গেছিস!
আমাকে এই যুদ্ধক্ষেত্রের বাইরে নিয়ে চল, প্লিজ
সাদা-কালো আত্মব্যুহ থেকে কিছুতেই
আমি নিষ্ক্রমণের পথ খুঁজে পাচ্ছি না...
... ... ...
অনুপমকে তো বাইরে নিয়ে এলাম
এখন ওকে কোথায় যে রাখি --- ছন্দের ফাটলধরা গেস্ট হাউসে
নাকি মায়াবী চিত্রকল্পের বিমূর্ত নিকুঞ্জবনে
অথবা অন্ত্যমিলের ঝুলবারান্দায়
অনুপম নিজেই বা কোথায় যেতে চায়... এতসব ভাবছি যখন
তখনই হঠাৎ সে আমার হাত ছেড়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দে - ছুট
বিবর্ণ বিস্ময়ে রুদ্ধবাক, দেখলাম --- সে যেন অচেনা এক অনুপম
নিজেকে নিয়ে অবলীলায়
সান্ধ্যভাষার সংকেতাকীর্ণ হার্ড-কোর এরিয়ায়
নিমেষে অদৃশ্য হয়ে গেল...
একটি মন্তব্য পোস্ট করুন