গৃহপ্রবেশ
মায়িশা তাসনিম ইসলাম

স্তনের কাছে এসে শরীরের গন্ধ শুঁকে নিলো কুকুরের মত
আমি আমার মায়ের গন্ধ মেখে এসেছিলাম
পোড়া নাভি কেটে প্রেমিক আমার খুব আত্মার জহর নিয়ে আসতো অশান্ত রাতে
এখন নতুন খদ্দেরগুলো টাকা গুজে রাখে সেই পরিত্যক্ত সুড়ঙ্গে

নতুন মা প্রথমদিনেই মদ বরফ আর গয়নায় ঢেকে দিতে চাইলো জন্মদাত্রীর সুঘ্রাণ 
ইঞ্জেকশন দিলো যাতে প্রেমিককে খাওয়া চুমুর সাথে কাস্টমারদের সেবার কোনো পার্থক্য না থাকে

মাগীর দালাল এটাই জানলো না 
বেশ্যা হতে গেলে আগে প্রেমিকের দুটুকরো হৃদয়ের মাঝখানে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হয়

Post a Comment

নবীনতর পূর্বতন