সন্তোষ দাস
গল্পের গরুকে যদি গাছে ওঠাতেই হয়
আমি বেছে নেবো অর্ধশতাব্দী ধরে
মঙ্গল গ্রহের অভিমুখে আগ বাড়িয়ে চলা
ইউক্যালিপ্টাস গাছটাকে।
আর প্রপিতামহ নির্মিত যে পাতকুয়া থেকে
বাস্তু-ব্যঙগুলো ক্রমশ শিস দিয়ে বুকনি ঝারছে
তাদের ছেড়ে দেবো নিউ-দীঘার জোয়ারে
পৃথিবীর গভীরতা মাপা আজ ভীষণ জরুরি।
দারুন
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন