আঙিনায় দহনের উপমা
লক্ষ্মীকান্ত মণ্ডল

সেই দরজার সামনে দম দেওয়া ঘড়ি  - টিক টিক শব্দে উড়ে 
যায় পরপর শুকনো বাঁশপাতা ,  সাকুল্যে মিনিটখানেক 
সুনসান , এই নিঃশব্দে কোন ভয় নেই - শুয়োপোকা গুটি 
বাঁধছে - বাড়ছে পৃথিবীর পরিধি -   
এমন দৃশ্য দেখার কেউ নেই ,সাঁতার কাটছে আড়ালের ইন্দ্রিয়- 
নম্র শিশিরের এক নদী ছিল ; কমলেকামিনী   
কিনারা ছিল না - সেই সত্যির কাছে বাঁশির আবহসংগীত ,  অস্থির নীল প্রজাপতি ঢুকে
 যায় মগজে - নতুন ধানের পালা বদলের শেষে অসুস্থতা আর ক্ষত সারাদেশ জুড়ে  -
একটা নদীর সাথে কিছু রাস্তা আছে মাত্র - এর মধ্য শেষ হবে
আমাদের আলিঙ্গন ও অনিদ্রা ,  যেভাবে ভাগ হয়ে যায় হৃদয় 
বেদনা কিংবা অতীত - রোদ পোহাবার পূর্বে কেবল মাটি কুরে 
খায় ঠোঁট  -

Post a Comment

নবীনতর পূর্বতন