উৎসর্গ
আফজল আলি 

যখন পঞ্চম কবিতাটিতে ঢুকলাম তখন পাইলসের ব্যথায় ধকধক করছে বুক
ঘুম উৎপাদন কমিয়ে চুপিচুপি বৈরাগ্য সাধনে
দেখি , এভাবে মুক্তি তো আমার নয়
আজানের আওয়াজ হলে আজও মন উদাস হয়
তবু আমি নামাজে নেই , রোজাতে নেই - কেন ?
ঘড়িতে চারটে কুড়ি বাজছে 
এখন চা খেলে একটু চাঙ্গা হওয়া যাবে 
ডিম বিক্রির লোকটা বলে গেছে তিন দিন আসবে না 
গতরাত্রে গ্রুপে অনেক আলোচনা তর্ক হয়েছিল 
কবিতার কান্না , ইত্যাদি নানান প্রসঙ্গ নিয়ে 
এ সব খুব ই মামুলি ব্যাপার 
যাক , আজ দিদিদের ফোন করে খোঁজ নিলাম
ওরা সব ভালো আছে 
যদি পৃথিবীর সব মানুষ এরকম ভালো থাকত
আমি পঞ্চম থেকে ষষ্ঠ এবং সপ্তম কবিতাগুলো ওদের ই উৎসর্গ করতাম

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন