সন্ধ্যারাগ 
কবি পিনাকী রঞ্জন সামন্ত 

মরমিয়া... সে কোন্ বাঁশির সুর,
সুর ভাঁজে প্রজাপতি নিজের প্রত্যয়ে চোখের
ভিতরে।
বৃত্তাকার পথে পরিসীমা না মানা স্তনের বৃন্তের নীচে
সবুজ গালিচা পাতা, ব্রিটানিয়া সন্ধ্যারাগ- এক ভাঁড় চা। 
চুপিসাড়ে শ্বেতবিড়ালের মুখের হাসিতে কোন কবি 
নির্জনে বসে কবিতা পড়ে আপন খেয়ালে, বিদিশা কেন
অন্তর্গহ্বরে ঢুকে মৃত্যুর পর কথা বলে। সাদা পৃষ্ঠাগুলো রঙিন 
হাসিতে ভরে যায় হাঁপানির হাপরে তবু প্রশ্ন জাগে মনে
রূপসী বাংলা কার হাত ধরে কোন পথে হাঁটে 
অথবা কোন অভিধানে লেখা আছে 
ভোরের শালুক কেন 
রং দিয়ে ছবি আঁকে তার নিজস্ব গ্রাম...

Post a Comment

নবীনতর পূর্বতন