কুবির গোঁসাই
রুদ্র কিংশুক

বাহিরচরা গ্রামের রাস্তা যাচ্ছে  কিশরীগঞ্জনগরে
যেখানে পড়শি থাকে, গোপন গানের মনে
কুবির গোঁসাই, তাঁর দীর্ঘ ছায়া
শতাব্দী পার হওয়া বাতাস
তালের রাবেতা পাতা
বাজায় আর ঝরনা ঝরে
অস্ফুট জলপ্রপাত, চাঁদনি রজনী‌‌
মেরুদন্ড কাঁপে, কোথাও ভুকম্পন হঠাৎ

মাথার ওপর শামুকখোল, অতল
নীচে মাল্লারবিল, সমুদ্রগড়ের দিশা
যে খোঁজে পথ সপ্রাণ, পথ ও খোঁজে তাঁকে দূর্ণিবার।

Post a Comment

নবীনতর পূর্বতন