১লা মে ২০২০ দ্বিতীয় বর্ষ ভুবনডাঙার ১৮ তম প্রয়াস 

বেলাশেষে
সৌরভ বর্ধন

অসীম এই আলোর কথা শোনো
এই যে পায়ের তলায় এতো অন্ধকার
লুকিয়ে রেখেছে আগুন, তার কোনো ছায়া নেই!

এই যে দৌড়ে যাচ্ছে নিঃসঙ্গ মানুষ
উৎসারিত আলোর দিকে ------ আমি কি একাই
মুখ তুলে থাকবো! এত দীর্ঘ দীর্ঘ এই গাছ ধরে 
হাঁটতে হাঁটতে আমার সকল বেলা ফুরিয়ে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন