
বাইপোলার কথপোকথন
আমিনুল ইসলাম
গর্ভধারিনীর পূজার্চনায়!
যখনই পা-ছুঁতে চেয়েছি
ধূপের ধোঁয়ায় তাঁরাও উদ্বায়ী...
শুধু সুগন্ধে ভরেছে রাতের পাউচ!
তালব্য থেকেই ছুটছে শুশ্রূষা-
আবার
সেই স্বরেই শুয়েছিল লোকালয়...
তালুর ভেতর ঘুমিয়েছিল
তামাম সংবেদন...
চেয়ারের অলস বসে থাকায়
বিরক্ত টেবিলে ফুটছে উনুন!
ফুলদানির মৌনব্রতে ছিল না
কোনো পুর্নাঙ্গ দিয়াশলাই...
ছিটিয়ে পড়ছে স্বাধীন ইচ্ছের দানা...
বিদগ্ধ পানশালায় পাখির ঠোট!
প্যাভিলনে ফিরছে গিটারের অফ-ফর্ম!
অবলুপ্ত হ্যারিকেনের সন্ধ্যায়
নতজানু তারাদের সেল্ফি স্টিকে
নেভানো সিগারেটের যন্ত্রনা!
হেল্থকেয়ার পলিসির উড়োজাহাজটি
মিস করলে-
মুঠোর আর্তনাদে আছড়ে পড়ে মিসকল
বাতাসের ঠোঁট
কেয়ারলেস সুগন্ধি
ভাসিয়ে দিতে প্রস্তুত যখন...
অলআউট কপালের ঘাম
ফসলের চিরুনিতে রূগ্ন রূপনগর
নাগরের বুকেই উল্কি ঝড় তোলে
নদীমাতৃক গল্পের ভেতর
মাধবীলতার সহবাস...
ব্রহ্মতালুর ভেতর প্রছন্ন আতরের
জীবনযাপন থেকে বেরিয়ে
পড়ছে অসহায় শ্রমজীবীর সর্বনাশ
ভালো লাগলো।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন