এখন দিনগুলি
জ্যোতির্ময় মুখোপাধ্যায়

খুব অদ্ভুতভাবে শুরু হবে
ঘুম থেকে উঠে হঠাৎ দেখব কোনও কাজ নেই
কোনও তাড়া নেই, কোনও শোরগোল
সবদিক কী নিঠুর শান্ত
হয়তো একটা ঘুঘু ডাক
হয়তো ভুলে যাওয়া কোনও পাখি
দোয়েল শ‍্যামা ফিঙে বৈরী
খুব ছোটবেলায় দেখেছি যাদের
নাচতে এসেছে আমার পুরে
ওদের ছড়ানো ডানায় কত রোদ
কত রোদ নম্র নীল আকাশে
আকাশের নীচে একটু একটু করে সবুজ হচ্ছে পৃথিবী
তবু খুব ভিতরে এক ভয়
যেন আমরা সেই মাছটি, যাকে
আলতো তুলে ধরা আছে মুঠোর ভিতর
এখন সে বুঝতেও পারছে না
এবার তাকে জলে ছেড়ে দেওয়া হবে?
না, টেনে তোলা হবে ডাঙায়?

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন