রাস্তা ও পৃথিবী
কল্যাণ চট্টোপাধ্যায়
রাস্তা পেরিয়ে যাওয়া খুব সহজ নয়
বন্ধুর কথা বাদ দিলেও
মসৃণ রাস্তার গহ্বরে বরফ ও আগুন রয়েছে
কেউ কেউ আগুন
কেউ কেউ বরফ
যার যেটায় বাধা
সে সেটায় আটকায়
রাস্তা পেরিয়ে যাওয়া
রাস্তার মতোই অনন্ত
ছোটো বড়ো বাঁক
আলোছায়া মাখা সফর
রাস্তা পেরিয়ে যাওয়া খুব সহজ নয়
রাস্তা পেরিয়ে যাওয়া সম্ভব নয়
পৃথিবীর বৃত্তাকার ক্রমণ রেখায়
পথচারী কেবলি
সভ্যতা থেকে সভ্যতা পেরিয়ে যায়
নিদারুণ সত্য। ভালো লাগলো।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন