এ বড় সুখের সময় নয়
রথীন বন্দ্যোপাধ্যায়

এখন বড়ই রাত্রি
                         স্থির
                                সুইচবোর্ড
আলোটা জ্বালিয়ে দেব যখন ভাবছি ঠিক তখনই কিছু যাত্রীবাহী গাড়ি
 নিশ্চুপ যারা দাঁড়িয়ে ছিল
                                                               সুদীর্ঘ
হাইওয়ের ওপর
সমস্বরে বলে উঠলো জ্বালিও না আলো জ্বালিও না দশদিক এখন বড়ই
নিঝুম গাছেদের পাতা বেয়ে নামা অন্ধকারের শব্দও হাতুড়ির ভয়ংকর
আওয়াজে আছড়ে পড়ছে মস্তিস্কের গ্রে-ম্যাটারে

দেখলাম একবার নিজেকে আরেকবার পৃথিবীর মানচিত্রকে

অন্ধ অন্ধকারে উলঙ্গ নামক অক্ষরটিকে চেনাই যাচ্ছে না ঘটি বাটি থালা
চামচ আর
ঘটির সাথে বাটির বাটির সাথে থালা চামচের সহাবস্থানে তাদের
ঠোকাঠুকিগুলোও এখন বড়ই নরম
                                                                     অনুভবে
শুধু অসংখ্য পর্দা জানলায় দরজায় এমনকি আমাদের প্রত্যেকের সামনে
ঝুলছে নানান রঙের
                                              পরদেশি
বাতাসে সেগু‌লো উড়ছে দুলছে খেলছে
নিজেদেরই সাথে

কোনও ঝগড়া বিবাদ নেই

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন