ফুলস্টপ
মায়িশা তাসনিম ইসলাম
কবিকে ছেড়ে দিতে হচ্ছে জলের অক্ষর আকৃতি, আধুনিক নৈঃশব্দ্য জ্ঞানে
একটি আপেল খেতে খেতে ব্যালকনি ছুটে যাওয়া,
শেষ কামড়টি মহিলা সুইপারের ঝাড়ুর চোয়ালে
তার চোখে কাঁদেনি হাতখসা প্রার্থনা শেষে আর্টফিল্ম
নগ্ন মায়ের বুকখোলা আকাশ দেখে একশো টাকা দেয়া হয়নি
পেটভরা হাভাতেরা তাকে শাড়ি পরাতে ব্যস্ত ছিলো
সেদিন আমার প্রেমিক বিপ্লব ঘটাবে বলে খালিহাতে থাকার দরকারি অজুহাত
কেউ কেউ ফলমূল বেচে খাওয়ার সিদ্ধান্ত পাল্টে শাড়ির ব্যবসায় নামলো
প্রেমিকও আর ভোগে ফুলফল চড়াবে না বলে একটা গোটা বাস থামালো যতিচিহ্নে
যেই বাসে মানবীরা বোকা বনেছিলো লিঙ্গের বিপরীত ঝড়ে
ভালো লাগলো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন