ঝরাপাতার কান্না নিলাম
মন্দিরা  ঘোষ

তোমার কাছে কাটাবো দিন দিনের মাঝে
তোমার আঙুল জড়িয়ে নেবার অন্ধসুখে
ছায়ায় ছায়ায় পাতার গায়ে বৃষ্টি  হলাম
মেঘলাবনের পথ খুঁজে দাও ছায়াপলাশ

তোমার সঙ্গে সাগর জলে একলা দুপুর
ঢেউয়ে ঢেউয়ে তরঙ্গ সব জ্বালবে আগুন
মেঘের কাছে দুর্যোগ নাও মেঘেরপালক
আকাশনীলে ছড়িয়ে দেবো তোমার যাপন

আমার বুকে সন্ধে নামুক সজল সুখের
তোমার চোখের আকাশ যেন সন্ধ্যাতারার
চাঁদের আলো গ্রহণ লাগে জীবন জুড়েই
দহনগুলি জড়িয়ে  নিলাম যাপনধারায়

অশান্ত সব ঘুর্ণি মাতন জীবন জোয়ার
নদীর গায়ে মাতাল বাতাস জলজসুখ
গড়িয়ে পড়ে রক্তকথার গরল আগুন
দুর্যোগরাত গড়িয়ে পড়ে অমল কথায়

রাত্রিপালক তোমায় ছুঁয়ে আগুন আকাশ
তোমায় দিলাম ছায়াকথার অলস মায়া
খেই হারানো চোখের ভিতর তুমি থাকো
ক্ষরণপাতার ঝর্ণাকলম  তোমায় দিলাম

মেঘলা আকাশ চৈত্রদিনের দহন বেলায়
ঝরাপাতার কান্না নিলাম মুঠোয় আগুন
তোমার আদর ছড়িয়ে দেব রোদের গায়ে বসন্তরাত তোমায় ছুঁয়ে  জ্যোৎস্না  হলাম

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন