বসন্ত জোনাকি
লিপি সেনগুপ্ত
অভিমান দাগ রেখেছিল মনের পিলসুজে।
ছেঁড়া ছেঁড়া কথার গায়ে চাঁদের ছায়া পড়লে
নিজেদের ভুলভ্রান্তি তুলে রাখি চিলেকোঠার ঘরে!
তারপর আল ধরে হেঁটে যাই একা
আমার গর্ভের সাক্ষী সোনা ধান
আর এলোমেলো বসন্ত।
এক ফাল্গুনী সন্ধ্যায় বলেছিলে,
পূর্ণিমার জোৎস্না জেনে বুঝেই নাকি পাগল করে সোমত্ত পুরুষকে!
বিশ্বাস করিনি সে কথা!
আজ ইচ্ছে করে, জোনাকির আলো সারা শরীরে মেখে সামনে গিয়ে বলি—
চোখ নামিয়ে দেখো,
পাকা ধানের গন্ধে তুমি যেমন রাগ পুষেছ বুকে !
আমি তেমনই রেখেছি
এই বসন্ত জোনাকি...
একটি মন্তব্য পোস্ট করুন