অপরাহ্ণ
মৌসুমী ভৌমিক
আপাততঃ গুছিয়ে নিচ্ছি অপরাহ্ণের বর্ণমালা
এঁকেবেঁকে যাচ্ছে অসফল সংলাপ
ঢেকে দিচ্ছে প্রলাপের জোনাকিদের
ঝাপসা রাত্রির বুকে নিদারুন বিষন্নতা
মৃত নই তবু হারিয়ে গেছে যে অস্তিত্ব
তার খোঁজেও অনেক আঁধার
রোজ জল তুলে পথ ধুয়ে দিই
ঋজুতা বন্ধকী রেখে নত হই
তবু অপরাহ্ণ হাঁটে নির্বিকার
ম্লান আলোয় শুধু পড়ে থাকে খড়কুটো
উত্তাপ নেই
প্রলাপও নেই
বিধ্বস্ত স্মৃতিরা ভিড় করে সাজায়
অপরাহ্ণের বহ্নিশিখা ....
একটি মন্তব্য পোস্ট করুন