আফজল আলি
ওই দূরে নিরপেক্ষতা বাঁকা হয়ে আছে
ওদের চাউনিগুলো অপর্যাপ্ত
একটা রাত্রি ছোট ছোট পায়ের ব-দ্বীপ নিয়ে আসে
দেখা যায় না
আমি গালে হাত দিয়ে ভাবি
এই দেহ এবং শরীর, এখানেই আছে একটি যৌথ খামার
উচ্চ রক্তচাপ নিয়ে এ কোন অবাস্তব দরজা ঠক ঠক করে
ভেঙে যায় মন
ভেঙে যায় সামনের দিকে সারাক্ষণ
লোকেরা ভয় পাচ্ছে , মানুষগুলো ভয়ানক
হৃদয়ের কথার আড়াল হৃদয় থেকে দূরে
আরো অনেক শোকের জন্য পথে নেমেছে ওরা
সর্বনাশ গল্প লেখে , ওরাই নির্বাচন করেছে দেবতা
আকাশ কালো কাপড়ে ঢাকা
মেঘের অনুকূলে নেমে আসে মেঘ
পৃথিবী থেকে ক্রমেই বিদায় নিচ্ছে মানবিকতা
এরপর আজ দুপুরে আমি কি সেই কবিতাগুলো লিখব
যা রক্তচক্ষু উপেক্ষা করতে পারবে
সুন্দর প্রকাশ।
উত্তরমুছুনআপনার কবিতা সবসময় নতুন ভাবে ভাবতে শেখায় ।
একটি মন্তব্য পোস্ট করুন