মুরারি সিংহ
পাঁজরে ডানার শব্দ নিয়ে জেগে-ওঠা
সেই সব দিনগুলো
কিছু আমি-বাজি
ফেলে এসেছিলাম
লেডিজ-হোস্টেলের গেটে
সে হয়ত ফিরেও দেখেনি
আমিও ভুলে গেছি
টনসিলের গল্পে কি উত্তাল হয়েছিল
বখাটে চাঁদের বেডরুমে
বারান্দায় ঝুলে থাকা নীল ওড়না
জানিয়ে দিয়েছে তার কুশল-সংবাদ
পোড়ামাটিতে খোদিত জীবনের প্রতি
আসক্তি আরো বেড়ে যায়
এভাবেই একদিন বেলাশেষের হাট থেকে
দিগন্তটা খুলে নিয়ে
পকেটে ভর্তি করে চলে যাব
এক অসমাপ্ত নৌকাডুবির দিকে
একটি মন্তব্য পোস্ট করুন