মুখ দেখানোর জন্য
কৃষ্ণেন্দু দাসঠাকুর
-----------------------------------
----------------------------------- 
মোমবাতি মিছিল।পা মেলানোর জন্য শহরের বেশ কয়েকজন নাম করা বুদ্ধিজীবী। উদ্যোক্তারা প্রত্যেকের হাতে একটা করে মোমবাতি ধরিয়ে দিলো। নিচে ফুটো করে একটা পিচবোর্ড ঢোকানো।

--"ধুর। বেশি দূর তো হাটবো না। পিচবোর্ডের কাছাকাছি আসার অনেক আগেই আগুন নিভিয়ে দেব। বাড়ি গিয়ে তো আবার জমকালো করে ব্যাপারটা টাইপ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে। যা সামনে থেকে একটা ছবি নে..."
--"নিভিয়ে দে। নিভিয়ে দে । পেছনে কেউ দেখার নাই। সামনে ছবি হচ্ছে। বাড়ি গিয়ে জ্বালা হবে। লোডশেডিং এর যা দাপট..."

শহিদ দেখছে। নির্যাতিতা দেখছে। এ শহর দেখছে আর একটা মোমবাতি মিছিল। এ শহর সাদা মোমবাতি বুকে জড়িয়ে ক্রমশ গভীর ঘুমে তলিয়ে যায়।

3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন