আগুন
রিতা মিত্র

কিছুই ভুলিনি আমি, দেখেছি প্রবল বাতাসের জোরে নিভু- নিভু হয়েও আবারও জোরে আগুনের জ্বলে ওঠা।
তখন কিছু আসবাবপত্র অক্ষত ছিল ঘরের কোণে।
অন্ধকারের আড়াল নিয়ে কতগুলি মানব অবয়ব আবারও হারিয়ে গেল অন্ধকারে।
কচি কচি কতগুলো চোখ ফ্যাল- ফ্যাল করে তাকিয়ে ছিল শুধু। কিছু বোঝার বয়স তখন হয়নি তাদের।
তারা শুধু জানে ভাতের কান্না কেমন হয়।
আগুন নিভে গেছে, ছাই উড়ছে বাতাসে।
সান্ত্বনার শান্তিজল ছিটিয়ে যাচ্ছে কেউ কেউ। তাতে চিড়ে কতটা ভিজছিল কেউ বলার নেই।
খোলা আকাশ যেদিন সামিয়ানা সাজিয়েছিল, আর দূরে সেতুর ওপার থেকে যেদিন সূর্যটা আরো লাল হয়ে উদয় হয়েছিল, সেদিন সেই কচি কচি মুখগুলো কেমন মহিরুহ হয়ে উঠেছিল।

Post a Comment

নবীনতর পূর্বতন