বাণীবন্দনা
সন্তোষ দাস
একটা পেপার-ওয়েট কতগুলো কাগজের মাথায় মস্তানি করল
তার বিচার যারা করবে তারা আজ কালো কোট পরতেই ভুলে গেছে
অথচ একটি পৃথিবী ঠিকই এগিয়ে যাচ্ছে আহ্নিক গতির নিয়মে
পূর্বাহ্ন এবং অপরাহ্নের এখনও ফারাক বিস্তর।
বুকসেল্ফ থেকে একটা টিয়া রঙের বই সকাল-সন্ধ্যা টিটকারি দিচ্ছে
আর বৈতালিক মাকড়সারা জাল বুনতে গিয়ে কৃপণ হচ্ছে
ক্যালেন্ডারের যে তারিখটি শুক্লা পঞ্চমীর ইঙ্গিত দেয়
সে কি জানে বাসন্তী শাড়ি আর ভেজা চুলের বৈষ্ণবী উদ্দীপনা !
এখন আমার মুখ বন্ধ করে দাও--- আমার দুচোখে ছড়াও লঙ্কার গুঁড়ো
আমার হৃৎপিণ্ডে মাইক্রো সার্জারি করে বুনে দাও মায়াজাল
অশুভ দিনক্ষণ দেখে চক্রব্যুহে চাপা দাও আমার সব বিদ্যা ও প্রেমকে
সরস্বতী --- আমাকে চেপে রাখো ভূগর্ভের গলিত লাভার কেন্দ্রাভীমুখে।
একটি মন্তব্য পোস্ট করুন