একটি ছায়ার উদ্দেশ্যে
শান্তনু রায়চৌধুরী
সত্যঘটনা অবলম্বনে আঁকা এই দিবাস্বপ্নে
কোন অলৌকিক কাহিনির সূত্রপাত নেই
তবু লৌকিক এ্যাকটা গল্পের জন্ম তো হতেই পারে
অতএব মন্ত্রোচ্চারণ করে জাগ্রত করি কুলকুণ্ডলিনী
জাগ্রত করি আমার ঘুমকাতুরে ছায়াটিকে
দেখি আমার মরণোত্তর জলছবিতে আকন্দমালা দুলছে...
একটি মন্তব্য পোস্ট করুন