সঙ্গে মায়াকোভস্কি
সংযুক্তা পাল
      ২
'আমি মানুষ নই, পোশাকের নীচে ঢাকা একখন্ড মেঘ।'
            - মায়াকোভস্কি

আমি পোশাক খুলতে শিখে গেছি
বোতামের নীচে ছোট্টো আগুনের ফুলকি—
বিদ্রোহের আগে একটা নিয়ম পরে আরেকটা;
আলনায় গোছানো কাপড় সরিয়ে রেখেছি সযত্নে
অস্তিত্বকে নগ্ন শোয়াব খেজুর গাছের নিচে।

আমি মানুষ হতে চাইনি কোনোদিন
মেঘ হয়ে গোগ্রাসে গিলতে চেয়েছি অরণ্য,
শিয়ালের লোভী জিভে আস্ত একটা কাব্য............
আমাকে কাঁদায়,মারে
আবার কখনো রোদের কেন্দ্রে নিয়ে যায়—
মৃত চরিত্রেরা সেখানে সত্যি কথা বলে।

আমিও দেখতে চাই মৃত্যুর আগে ভালোবাসা কতটা নিমগ্ন?

Post a Comment

নবীনতর পূর্বতন