দাঁতবিষয়ক
তাপসী লাহা
শখবশত সাজানো থাকে ঘরময়
কেমন ভরাটপনা খিলখিলিয়ে দোল খায় নিপাট শিশুত্বে।
এক্কেবারে ছোটবেলায় দুধময় দাঁতের
বিপর্যয় থেকে গোড়ায় লেগে থাকা
ব্যাথাতুর রেশের অপরিমেয় সম্ভারে আমাদের জীবন পূর্ণ ছিল খানেক।
সুখ দুঃখের ঝোলে অবশেষ ছাড়াই মিলে যেত ভাগবাটোয়ারাগুলো,
আপ্তবাক্যের মত মেখে নিয়ে ভোজনগন্ধ দিয়ে রেঁধে ফেলা পাঁচন।
নিষিদ্ধ বস্তুর সৎকারসমগ্র জুড়ে একটা কথাই ভেসে উঠেছে বারবার,
পচা লাশের মত স্থবিরতা নিয়ে ভেসে যাওয়া যৌবনকে তুলে
দিতে হয় কর্তনের দাঁতময়তায়।
একটি মন্তব্য পোস্ট করুন