এক গাধা-মহারাজের গল্প
মুরারি সিংহ
ওয়ানস আপন এ টাইম এক বনের সংখ্যাগরিষ্ঠ পশু মিলে
গাধাকেই তাদের রাজা নির্বাচিত করল
রাজা হয়ে গাধা প্রথমেই তিনবার ডিগবাজি খেয়ে
পাঁচ-বার হিপ-হপ নেচে
একবার গলা ছেড়ে রামধুনটাও গেয়ে নিল
তারপর হুকুম জারি করে একে একে
সে-বনের সব পাঠশালা তুলে দিল
পশুদের আমিষ খাওয়া বন্ধ করল
সকলের জন্য দুবেলা গাধানাম-কেবলম গাওয়া
বাধ্যতামূলক করল
পাঁজিতে ভালো দিন দেখে সরকারি নোটিশ ইস্যু করে
একদিন ঘোষণা করা হল
আজ থেকে সারা বনে এনএসি চালু করা হবে
এখনো যারা যারা আমিষ ভক্ষণ করছে
তাদের এখানে থাকার কোনো অধিকার নেই
কারণ এটা এনএসি অর্থাৎ নো-আমিষ-কলোনি
বনে যত ছাগল-ভেড়া-কচ্ছপ ছিল
সকলেই একযোগে গাধাকে সমর্থন করল
গোরুরা মনের আনন্দে জাবর কেটে চলল
বাঁদরেরা ডালে ডালে খানিক হুঁপ-হাঁপ নাচ করল
ছুঁচো আর ইঁদুরেরা তাদের গর্ত থেকে মুখ বাড়িয়ে বলল
ঠিক ঠিক ঠিক
নথিভূক্তির কাজ সাঙ্গ হলে দেখা গেল
সেখানে বাঘ-সিংহ-নেকড়ে-শেয়াল এদের কেউই ঘাসপাতা চিবোচ্ছে না
অতঃপর তাদের পাঠানো হল ডিটেনশন ক্যাম্পে
তারপর গাধা আবারো সাতবার ডিগবাজি খেয়ে
জম্পেশ দেখে একটা কাওয়ালি ধরল
এরপর এক মহতি জনসভায় মহামান্য গাধা-মহারাজ
গরু-ভেড়া-ছাগল-ইঁদুর-বাঁদর-ছুঁচো সবাইকে বলল
চল এবার আমরা সবাই মিলে একসঙ্গে সিংহ-গর্জন করি
যাতে পাশের কলোনির পশুরা ভয় পেয়ে যায়
অসম্ভব সুন্দর
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন