ভুয়ো কাকতাল
আমিনুল ইসলাম
তোমার জন্য ছায়া রেখেছে গাছ,
তাদের জন্য রেখেছে আলো -
আর বঞ্চিত এই মধ্যমপুরুষের জন্য রেখেছে ভ্রুপল্লব
ব্যালকনির ভ্রুপল্লবে দুদন্ড ভিজিয়ে নিয়েছি শরীর
মনের দুরত্ব এখনো মেপে রাখার খেয়াল রাখেনি
তেত্রিশ কোটি ভূয়ো কাকতাল...
একটি মন্তব্য পোস্ট করুন